ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন
আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে ম্যালারি উদ্বোধন করা হয়।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আ’লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল- আল- মামুন প্রমুখ।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিরা। পরে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।