DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের আনন্দ র‍্যালী

Astha Desk
জুলাই ১৩, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের আনন্দ র‍্যালী

 

আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে মন্ত্রী পরিষদে চুড়ান্ত অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‍্যালী করেছেন শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়াম ( বিডি হল) চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে সমাবেশ করে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু জেলা ও আ’লীগের নেতৃবৃন্দ।

 

এছাড়াও জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলা ও উপজেলার শিক্ষক, অভিভাবকরা অংশ নেন।

 

এসময় বক্তারা বলেন, মন্ত্রীপরিষদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়টি অনুমোদন হয়েছে। কয়েক বছর আগে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় হবে। নেত্রী তার কথা রেখেছেন। ঠাকুরগাঁও জেলারবাসীর পক্ষ থেকে আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর দাবি করে বলেন, বিমানবন্দরটি চালু হলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নসহ কর্মসংস্থান সৃস্টির পাশাপাশি উন্নয়নের রোল মডেল জেলায় পরিনত হবে।

 

সেই সাথে বিশ্ববিদ্যালয়টি স্থাপন সম্পন্ন হলে উচ্চ শিক্ষার দার খুলবে, বাড়বে শিক্ষার হার। সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে এ জেলা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১