ঠাকুরগাঁও-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী
আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ স্বপ্নে রঙিন” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সরকারি কলেজে আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল দশ টায় একাডেমিক এক্সামিনেশন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস/২৩ আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজের জাতীয় দিবস উদযাপন কমিটির আহব্বায়ক মোকাররম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর রফিকুল আলমসহ বিভিন্ন বিভাগের প্রধানগন।
এসময় বক্তারা বলেন,‘বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই নয়, তিনি ছিলেন বিশ্বের সকল নিপীড়িত-শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক। তিনি যখন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন কাজে আত্মনিয়োগ করেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি তাঁকে পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করে। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া হয়। যার স্মৃতি, কথা, কর্ম আজও আমাদের পথ চলার অনুপ্রেরণা যোগায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানে সেই আদর্শে প্রতিটি শিক্ষার্থীদের তাদের জীবন গঠন করার পরামর্শ দেন।