ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন
আব্দু্ল্লাহ আজাদ/ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও ২শ ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উত্তরের জনপদের চারটি জেলার প্রায় সব কয়টি উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) হাসপাতাল ক্যাফেটেরিয়ায় বিকাল ৩ টায় সিভিল সার্জন ডাঃ নূর নেওয়াজে আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, রমেশ চন্দ্র সেন এমপি।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান এবং পৌর মেয়র আন্জুমান আরা বন্যা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, নিঃসন্দেহে এটি অনেক ভালো একটি উদ্যোগ।এমন ভালো কাজের দ্বারা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে জনগনের ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।