ঘটনার পর প্রথমে ডেমরায় আশ্রয় নেয় রেখা। চ্যানেল টোয়েন্টিফোরে সংবাদ প্রচারের পর নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যায় ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। পরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুরি করা টাকার মধ্যে এক লাখেরও বেশি খরচ করে ফেলেছিলো সে। উদ্ধার করা হয় ৬০ হাজার টাকা, স্বর্নালঙ্কার ও মোবাইল ফোন।রেখাকে আজই নিয়ে আসা হবে ঢাকায়। হাজির করা হবে আদালতে।