DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ডিবি পুলিশের হাতে ভুয়া ডিবি পুলিশ আটক

News Editor
নভেম্বর ১, ২০২০ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ডিবি পুলিশের হাতে ভুয়া ডিবি পুলিশ আটক

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে সদর বাস টার্মিনাল এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে শ্রী কাজল চন্দ্র বর্মন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত কাজল চন্দ্র বর্মণ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া ফরিদপুর গ্রামের শ্রী বিনোদ চন্দ্র বর্মনের ছেলে।

গাইবান্ধা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত দশ বারো দিন ধরে কাজল চন্দ্র বর্মন সদর বাস টার্মিনাল চত্বরে ডিবি পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করে।
সে গত ২৮ অক্টোবর ১২.৩০ মিনিটের সময় টার্মিনাল চত্বরে রিঙ্কু মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে ডিবি পরিচয় দিয়ে তাকে মাদক মামলার ভয় দেখিয়ে ৫,০০০ টাকা চাঁদা আদায় করে।
পরের দিন পুনরায় টার্মিনাল চত্বর এলাকায় আব্দুর রশিদ ওরফে কানা রশিদ (৫৫) ও সুইপার রুবেল বাসফোর (৩০) দ্বয়কে মাদক মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে ২০০০ টাকা চাঁদা আদায় করে।

আরও পড়ুন ঃগাইবান্ধায় ভুয়া চিকিৎসক আটক ৯০ হাজার টাকা জরিমানা
বিষয়টি ওসি, ডিবি, গাইবান্ধা অবহিত হলে গোপনে অনুসন্ধান ও নজরদারি শুরু করেন।
পরে গত ৩০ অক্টোবর শুক্রবার ৩.৪৫ মিনিটের সময় কাজল চন্দ্র বর্মন টার্মিনাল এলাকায় এসে শৌচাগারের নিকট হাবিবুর রহমান শান্ত (২৮) নামে এক ব্যক্তিকে মাদক মামলার ভয় দেখিয়ে ৫০০০ টাকা চাঁদা দাবি নতুবা ডিবি অফিসে নিয়ে যাওয়ার ভয় দেখালে ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুয়া ডিবি পুলিশ কাজল চন্দ্র বর্মনকে আটক করে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে শ্রী কাজল চন্দ্র বর্মণ ডিবি পুলিশের পরিচয় ও মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের কথা স্বীকার করে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০