DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ডোন হামলায় জর্ডানে ৩ মার্কিন সৈন্য নিহত

Astha Desk
জানুয়ারি ২৯, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডোন হামলায় জর্ডানে ৩ মার্কিন সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

রোববার এক ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে নিহত হয়েছে অন্তত তিনজন মার্কিন সৈন্য। ওই হামলায় জখম হয়েছে অনেকে।

প্রাথমিকভাবে ওয়াশিংটনের তরফ থেকে জানানো হয়েছিল, জর্ডানে তাদের সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। জর্ডান সেই কথা অস্বীকার করে।

জর্ডান জানায়, যে মার্কিন ঘাঁটিতে এই হামলা হয়েছে, সেটি আদতেও জর্ডানের মাটিতে নয়। বরং সেই সামরিক ঘাঁটিটি জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার মাটিতে অবস্থিত।

এই বিষয়ে জর্ডানের সরকারি মুখপাত্র মহম্মদ মুবাইদিন বলেন, ‘মার্কিন সেনাসদস্যরা জর্ডানের মাটিতে কোনো হামলার সম্মুখীন হননি। এই হামলাটি আল-তানফ অঞ্চলে অবস্থিত সামরিক বেসে হয়েছিল। সেই ঘাঁটিটি সিরিয়ায় অবস্থিত।

উল্লেখ্য, উগ্রবাদবিরোধী একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সেখানে আছে মার্কিন সামরিক বাহিনী। সূত্র-আল জাজিরা ও হিন্দুস্তান টাইমস।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩