শেষ বার যখন ২ দল মুখোমুখি হয়েছিল সেটা ২০১৬ সালের ইউরো ফাইনালে। ম্যাচের ৩০ মিনিট যাওয়ার আগেই রোনালদোর ইঞ্জুরি তে পরে ফাইনাল মিস করা। কখনওই এর আগে কোন শিরোপা না জিতা দল কে অতিরিক্ত সময়ে গোল করে পর্তুগাল কে প্রথম শিরোপা এনে দেন এডার। ৪ বছর পর আবারও ২ দল মুখোমুখি হয় ন্যাশন্স লীগে।
যদিও ৪ বছর আগের ফাইনালের মত ঘটনাবহুল কিছু ছিল না কালকের ম্যাচে।
গতকাল রাতে ন্যাশন্স লীগে মুখোমুখি হয়েছিলো বিশ্বকাপ জয়ী ফ্রান্স এবং ইউরো জয়ী পর্তুগাল। ম্যাচ টি গোল শুন্য তে শেষ হয়েছে।
যতটা উত্তেজনা ছিল এই ম্যাচ কে কেন্দ্র করে সেই অনুযায়ী খেলতে পারে নি কোন দলই।
ম্যাচের ১ মিনিটে ফ্রান্সের অলিভিয়ের জিরুদ কে ফাউল করে হলুদ কার্ড দেখে রুবেন দিয়াজ। প্রথমার্ধে বলার মত আক্রমণ করতে পারেনি কোন দলই। প্রথমার্ধের শেষ মিনিটে একটা সুযোগ পেলেও বল বাইরে পাঠিয়ে দেন জিরুদ। এই এক আক্রমণেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বাংলাদেশের ফুটবল দলে খেলার স্বপ্ন জাপানি তরুণীর
দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় রোনালদো একটা হাফ চান্স পেলেও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে বলার মত শুধু দলের প্লেয়ার পরিবর্তনই। তেমন কোন আক্রমণ কেউই করতে পারেনি।
যার ফলে নির্ধারিত সময় শেষে খেলা ০-০ ড্র তে শেষ হয়।
এদিকে গতকাল আরও কিছু ম্যাচ ছিল ন্যাশন্স লীগে।
বেলজিয়ামের বিপক্ষে ১-০ তে পিছিয়ে পরে শেষ পর্যন্ত ২-১ এ ম্যাচ জিতে ইংল্যান্ড। বেলজিয়াম কে পেনাল্টি থেকে এগিয়ে দেন লুকাকু।
রাশফোর্ড এবং মাউন্টের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স।
আরেক ম্যাচে মিকেল ওরায়যাবালের একমাত্র গোলে সুইজারল্যান্ড কে ১-০ গোলে হারায় স্পেন। ইউক্রেনের বিরুদ্ধে ২-১ গোলের জয় পায় ৪ বারের বিশ্বকাপ জয়ী জার্মানি। যদিও অন্য ম্যাচে আরেক ৪ বারের বিশ্বকাপ জয়ী ইতালি ড্র করেছে পোল্যান্ডের বিরুদ্ধে।
আজকে আর কোন গুরুত্বপূর্ণ ম্যাচ না থাকলেও আগামী ১ দিন পর বিশ্বকাপ বাছাইয়ের জন্য মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল।
ভিন্ন ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে বলিভিয়া ও পেরু।