ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

ঢাকায় ইউরোপের ভিসা সেন্টার খোলার অনুরোধে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ১১০১ বার পড়া হয়েছে

ঢাকায় ইউরোপের ভিসা সেন্টার খোলার অনুরোধে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া

স্টাফ রিপোর্টারঃ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের ঢাকায় ভিসা সেন্টার খোলার অনুরোধ জানালেও ১৬ মাসেও সাড়া মেলেনি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ দিল্লি থেকে ভিসা দিয়ে থাকে, তাদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছিলেন, যেন দেশগুলো ঢাকায় বা বাংলাদেশের প্রতিবেশি অন্য দেশগুলোতে ভিসা সেন্টার খোলে। বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দূর করতেই ছিল তার এই অনুরোধ। তবে ১৬ মাস পেরিয়ে গেলেও ইউরোপের দেশগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দূতদের সঙ্গে একটি বৈঠক করেন। গত বছর ৯ ডিসেম্বর আয়োজিত বৈঠকে ঢাকা ও দিল্লির ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মিশনের ১৯ জন প্রতিনিধি অংশ নেন। সে সময় ইউরোপীয় ইউনিয়নের দূতদের ঢাকায় ভিসা সেন্টার খোলার অনুরোধ জানান তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠকে অধ্যাপক ইউনূস ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে, তাদের ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য অনুরোধ করেন।

তিনি বৈঠকে বলেন, ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন, তাহলে আমাদের ছেলেমেয়েদের ভোগান্তি কমে যাবে।

ইউরোপীয় ইউনিয়নের দূতদের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত থেকে ইউরোপীয় দূতদের ভিসা অফিস ঢাকায় খোলা বা তৃতীয় কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছিলেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা বন্ধ করে দেওয়া হয়। ফলে বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।

দিল্লি থেকে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা নেওয়ার জন্যও বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রয়োজন পড়ে। তবে ভারত ভিসা সীমিত করে দেওয়ায় বিপাকে পড়েন বাংলাদেশিরা। এ পরিপ্রেক্ষিতে ভারতের বিকল্প হিসেবে তৃতীয় দেশ থেকে ভিসা দেওয়ার জন্য অনুরোধ করে বাংলাদেশ।

তবে ভারতের বিকল্প হিসেবে তৃতীয় কোনো দেশ থেকে ভিসা দেওয়ার জন্য বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে মাত্র ইউরোপের রোমানিয়া, বুলগেরিয়া ও কাজাখস্তান।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ঢাকায় ইউরোপের ভিসা সেন্টার খোলার অনুরোধে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া

আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ঢাকায় ইউরোপের ভিসা সেন্টার খোলার অনুরোধে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া

স্টাফ রিপোর্টারঃ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের ঢাকায় ভিসা সেন্টার খোলার অনুরোধ জানালেও ১৬ মাসেও সাড়া মেলেনি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ দিল্লি থেকে ভিসা দিয়ে থাকে, তাদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছিলেন, যেন দেশগুলো ঢাকায় বা বাংলাদেশের প্রতিবেশি অন্য দেশগুলোতে ভিসা সেন্টার খোলে। বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দূর করতেই ছিল তার এই অনুরোধ। তবে ১৬ মাস পেরিয়ে গেলেও ইউরোপের দেশগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দূতদের সঙ্গে একটি বৈঠক করেন। গত বছর ৯ ডিসেম্বর আয়োজিত বৈঠকে ঢাকা ও দিল্লির ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মিশনের ১৯ জন প্রতিনিধি অংশ নেন। সে সময় ইউরোপীয় ইউনিয়নের দূতদের ঢাকায় ভিসা সেন্টার খোলার অনুরোধ জানান তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠকে অধ্যাপক ইউনূস ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে, তাদের ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য অনুরোধ করেন।

তিনি বৈঠকে বলেন, ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন, তাহলে আমাদের ছেলেমেয়েদের ভোগান্তি কমে যাবে।

ইউরোপীয় ইউনিয়নের দূতদের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত থেকে ইউরোপীয় দূতদের ভিসা অফিস ঢাকায় খোলা বা তৃতীয় কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছিলেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা বন্ধ করে দেওয়া হয়। ফলে বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।

দিল্লি থেকে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা নেওয়ার জন্যও বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রয়োজন পড়ে। তবে ভারত ভিসা সীমিত করে দেওয়ায় বিপাকে পড়েন বাংলাদেশিরা। এ পরিপ্রেক্ষিতে ভারতের বিকল্প হিসেবে তৃতীয় দেশ থেকে ভিসা দেওয়ার জন্য অনুরোধ করে বাংলাদেশ।

তবে ভারতের বিকল্প হিসেবে তৃতীয় কোনো দেশ থেকে ভিসা দেওয়ার জন্য বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে মাত্র ইউরোপের রোমানিয়া, বুলগেরিয়া ও কাজাখস্তান।

আস্থা/এমএইচ