ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য আটক Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল

ঢাকায় এসে করোনা পজিটিভ কিউই ক্রিকেটার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / ১১৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছানোর পর দুঃসংবাদ নেমে এলো নিউজিল্যান্ড দলে। দলটির এক সদস্য করোনা পজিটিভ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা।

ঢাকায় পৌঁছেই দুঃসংবাদ পেয়েছে দলটি। মূল দল আসার চারদিন আগে বাংলাদেশে এসেছেন দুই ক্রিকেটার ফিন অ্যালেন এবং কলিন ডি গ্র্যান্ডহোম। তবে ঢাকায় পৌঁছার ৪৮ ঘণ্টা পর করোনা পজিটিভ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিন অ্যালেন। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)।

এদিকে মূল দল ঢাকায় এসেই তিন দিনের হোটেল কোয়ারেন্টাইনে গেছে। কোয়ারেন্টাইন শেষে অন্য আনুষ্ঠানিকতা শুরু করবে তারা। অন্যদিকে বাংলাদেশ দলও হোটেলবন্দি।

মূল দল পৌঁছানোর আগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‌’দ্য হান্ড্রেড‌’ খেলে ঢাকায় পা রাখেন তারা।

গত শুক্রবার (২০ আগস্ট) সকালে এই দুই কিউই ক্রিকেটারকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অ্যালেনের পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তারা নিয়মিতই যোগাযোগ করছেন নিউজিল্যান্ডের চিকিৎসক দলের সঙ্গে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোর সময় এগিয়ে আনা হয়েছে। সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও সফরকারী দলের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

[irp]

ঢাকায় এসে করোনা পজিটিভ কিউই ক্রিকেটার

আপডেট সময় : ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছানোর পর দুঃসংবাদ নেমে এলো নিউজিল্যান্ড দলে। দলটির এক সদস্য করোনা পজিটিভ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা।

ঢাকায় পৌঁছেই দুঃসংবাদ পেয়েছে দলটি। মূল দল আসার চারদিন আগে বাংলাদেশে এসেছেন দুই ক্রিকেটার ফিন অ্যালেন এবং কলিন ডি গ্র্যান্ডহোম। তবে ঢাকায় পৌঁছার ৪৮ ঘণ্টা পর করোনা পজিটিভ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিন অ্যালেন। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)।

এদিকে মূল দল ঢাকায় এসেই তিন দিনের হোটেল কোয়ারেন্টাইনে গেছে। কোয়ারেন্টাইন শেষে অন্য আনুষ্ঠানিকতা শুরু করবে তারা। অন্যদিকে বাংলাদেশ দলও হোটেলবন্দি।

মূল দল পৌঁছানোর আগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‌’দ্য হান্ড্রেড‌’ খেলে ঢাকায় পা রাখেন তারা।

গত শুক্রবার (২০ আগস্ট) সকালে এই দুই কিউই ক্রিকেটারকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অ্যালেনের পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তারা নিয়মিতই যোগাযোগ করছেন নিউজিল্যান্ডের চিকিৎসক দলের সঙ্গে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোর সময় এগিয়ে আনা হয়েছে। সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও সফরকারী দলের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

[irp]