DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবিতে অবস্থান কর্মসূচি

News Editor
অক্টোবর ৫, ২০২০ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়ার তাজরীন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের আট বছর পরে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবিতে রাতেও প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত এই এলাকা ছাড়বেন বলে জানিয়েছেন তারা।

তারা বলছেন, জীবন দিয়ে হলেও দাবি আদায় করতে চাই, সাহায্য নিয়ে আমরা একটু বাচতে চাই এই আমাদের আকুতি। না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাওয়ার চেয়ে এখানে রাস্তায় মরবো।

চিকিৎসা খরচ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে টানা ১৬ দিন ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে আহত হয়ে কর্মক্ষমতা হারানো শ্রমিকেরা।

যে কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন মিন্নির বোন তিন্নি

রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অবস্থান কর্মসূচির ১৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিজিএমইএ কর্তৃপক্ষ ও প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো খোঁজ-খবরও নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে প্রায় ৩শ জন শ্রমিক আহত হয়েছিল। তাদের সবাই এই অবস্থান কর্মসূচিতে সমর্থন দিয়েছেন। তবে প্রেসক্লাবের সামনে ৪৫ জন অবস্থান করছেন। শ্রমিকরা চান নিজেদের চিকিৎসা, সন্তান ও পরিবারের খাওয়া খরচ, লেখাপড়া এবং সর্বোপরি একটু ভালো ভাবে চলার জন্যে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন একটু ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। আর দিন-রাত ২৪ ঘণ্টা অবস্থান করে এখানে অবর্ণনীয় কষ্ট করে তারা যে কর্মসূচি পালন করছেন সেটির প্রতি যেন প্রধানমন্ত্রী দয়া ও সুদৃষ্টি দেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশন গার্মেন্টসে আগুন লাগে। এতে ১১৩ জন শ্রমিক প্রাণ হারান। আর আহত হন দুই শতাধিক শ্রমিক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০