তামিলনাড়ুতে ট্রেনের কামরায় আগুন, নিহত-১০
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই স্টেশনে একটি ট্রেনের কামরায় আগুন লেগে ১০ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আজ শনিবার (২৬ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ড শুরু হয়।
ট্রেনে থাকা একটি অবৈধ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেনটি উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে ছেড়ে এসেছিল।
স্থানীয় পুলিশ এবং উদ্ধারকর্মীদের পাশাপাশি রেলওয়ের কর্মীরাও আগুন নেভানোর কাজে সহায়তা করেছেন। একই সঙ্গে তাঁরা পুড়ে যাওয়া কামরা থেকে আহত ও নিহতদের সরিয়ে নেওয়ার কাজেও সহায়তা করেছেন। ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে বলে জানান মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সংগীতা।
তিনি আরও জানান, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত ২০ জনকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় রেলওয়ের দক্ষিণাঞ্চলের এক বিবৃতিতেও ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি দেওয়া হবে। সূত্র-এনডিটিভি।