DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ছাত্রসংসদের ইফতার আয়োজন অনুষ্ঠিত

মোঃ হানিফ বিন রফিক
মার্চ ২৬, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) উদ্যোগে মাদরাসার দাখিল ৬ষ্ঠ শ্রেণী থেকে আলিম শ্রেণীর ক্লাস প্রতিনিধিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআনুল কারিমের দারস প্রদান করা হয়। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি (জিএস) নাজিব মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মিসবাহুল হাসান শাওন। ক্লাস প্রতিনিধিদের উদ্দেশ্যে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মিসবাহুল হাসান শাওন বলেন, ‘রমজান মাস বরকতময় মাস। বরকতময় মাসের শুরুতে আপনাদের সাথে মিলিত হয়ে আমি আনন্দিত। এই রমজান মাসকে আত্মশুদ্ধির মাস হিসেবে স্বরণ করে নিজেদের ব্যক্তি জীবনকে গড়ে তুলতে হবে।’ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) সাবেক দপ্তর সম্পাদক ইব্রাহিম শিশির, সাবেক শিক্ষা সম্পাদক সাব্বির হোসাইন এবং আমন্ত্রিত ক্লাস প্রতিনিধিরা।পরিশেষে ইফতার মাহফিলটি অতিথিদের মনোমুগ্ধকর আলোচনা ও সর্বশেষ দোয়া মুনাজাত এবং ইফতার গ্রহনের মধ্য দিয়ে সমাপনী ঘোষণা করা হয়।

মোঃ হানিফ বিন রফিক ;তামিরুল মিল্লাত প্রতিনিধি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮