শিরোনাম:
তাহিরপুরে সাজাপ্রাপ্ত আসামি আটক
Astha DESK
- আপডেট সময় : ১২:০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১০৩৭ বার পড়া হয়েছে
তাহিরপুরে সাজাপ্রাপ্ত আসামি আটক
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে মন্নাছ নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার বাদাঘাট-গুটিলা সড়ক থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত মন্নাছ উপজেলার উওর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, ২০২০ সালে জিআর ৬৬/২০ তাহিরপুর থানায় জুয়া আইনে দায়েরি মামলায় উপজেলার গুটিলা গ্রামের মন্নাছকে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক এক মাসের সাজা প্রদান করেন। ওই মামলায় রায়ের পর গত কয়েকমস ধরে আত্বগোপনে ছিল মন্নাছ।
এরপর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি বিট অফিসার এএসআই মোঃ নাজিম উদ্দিন গোপন সংবাদের ভিক্তিত্বে শনিবার রাতে উপজেলার বাদাঘাট-গুটিলা সড়ক থেকে তাকে আটক করেন।
























