ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী
- আপডেট সময় : ১২:০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী
স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি/২৬) দিনব্যাপী ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মোঃ এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে এই গণসংযোগ ও পথসভা কর্মসূচি পরিচালিত হয়। এ সময় খাগড়াছড়ি জেলা এনসিপির নেতাকর্মীরা জামায়াত প্রার্থীকে শাপলা কলি উপহার দেন এবং প্রচারণায় অংশ নেন।
পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট মোঃ এয়াকুব আলী চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়; এটি আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই সিদ্ধান্ত হবে—দেশ কীভাবে চলবে, রাষ্ট্রের দুর্বলতা কোথায় এবং সেগুলো কীভাবে সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, এই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি-পাল্লা প্রতীক নিয়ে জনগণের সামনে দাঁড়িয়েছে। আজ একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, যা কাজে লাগাতে সাহস, প্রত্যয় ও ত্যাগের মানসিকতা প্রয়োজন।
জামায়াত খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক মোঃ আব্দুল মোমিন বলেন, বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় পরিচালনা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। যেখানে ব্যক্তির ইচ্ছায় নয়, আইনের শাসনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জনগণ আজ ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন ফিরে পেতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রের সুবিধা ভোগ করার পর আজ রাষ্ট্রের মানুষের পাশে দাঁড়ানোর সময় এসেছে। ত্যাগ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। আল্লাহ প্রদত্ত শক্ত মেরুদণ্ডের প্রমাণ দিতে হবে সততা ও ত্যাগের মাধ্যমে।
তিনি উপস্থিত জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঋণখেলাপি, চাঁদাবাজ ও টেন্ডার বাজদের প্রত্যাখ্যান করে ন্যায় ও আদর্শের প্রতীক দাঁড়ি-পাল্লায় ভোট দিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন, এনসিপির জেলা সভাপতি নুর আলম, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, উপজেলা মুখ্য সংগঠক পুলিন চাকমা, জেলা যুগ্ম-আহবায়ক রুপায়ন চাকমা, উপজেলা জামায়াত সভাপতি মোঃ জাকির হোসেন ও সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, জেলা ছাত্র শিবির সভাপতি আব্দুল ছাত্তার সহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং এনসিপির নেতৃবৃন্দ।













