শিরোনাম:
ত্রিশালে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
News Editor
- আপডেট সময় : ০৪:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৭ বার পড়া হয়েছে
ত্রিশালে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে চোর সন্দেহে বিল্লাল হোসেন (৩৪) নামের এক ব্যক্তি জনতার হাতে গণপিটুনিতে নিহত হয়। জানা যায়, শনিবার উপজেলার নারায়নপুর এলাকায় সকালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের আবুল কাশেমের ছেলে বিল্লাল হোসেন (৩৪) কে স্থানীয়রা আটক করে।
আটকে এক পর্যায়ে ক্ষিপ্ত জনতা চড়াও হয়ে প্রহার করলে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হয়। ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বোন হাসিনা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
















