DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো হন্ডুরাস

Astha Desk
নভেম্বর ৪, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো হন্ডুরাস

আন্তর্জাতিক ডেস্কঃ

দখলদার ইসরায়েলের সঙ্গে একের পর এক দেশ সম্পর্ক ছিন্নের ঘোষণা দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ল্যাটিন আমেরিকার দেশ হন্ডুরাস।

দেশটি গাজায় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এছাড়া দেশটি তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়ে আসার কথা জানিয়েছে। সূত্র-খবর আরব নিউজ।

হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এডুয়ার্ডো এনরিকো রেইনা এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, প্রেসিডেন্ট জিয়ামারা কাস্ত্রো দ্রুতই ইসরায়েল সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। গাজায় ইসরায়েল ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করার কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।

ল্যাটিন আমেরিকার দেশ হন্ডুরাসে বামপন্থি সরকার ক্ষমতায় থেকেও গাজায় দাখলদার বর্বর ইসরায়েলি হামলার বিরোধীতা করে।

দখলদার ইসরায়েলের সঙ্গে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া, এরপর জর্ডান, চিলি, কলম্বিয়া ও বাহরাইন। পরে তারা দখলদার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮