ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়ীয়ায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার Logo শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার Logo বাংলাদেশ বেতার থেকে মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি সম্প্রচার Logo সচিবালয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী Logo কঙ্গোতে তামার খনি ধসে নিহত ৪০ Logo ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল: আইএসপিআর Logo শাহজালালে পুশকার্টের ধাক্কায় ‘ভেঙে গেছে’ এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা Logo কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, সীমানা নিয়ে দুই থানার ‘ঠেলাঠেলি’ Logo আ.লীগের লকডাউনেও গণপরিবহন চলবে: শ্রমিক ফেডারেশন Logo কিশোরগঞ্জ-১ আসনের তরুণ ও প্রবীণ ভোটারদের আস্থার প্রতীক ভিপি ওয়ালী উল্লাহ রাব্বানী

দর্শক অপছন্দ করবে এমন কাজ করবো না

News Editor
  • আপডেট সময় : ০৩:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ১১২০ বার পড়া হয়েছে

আঠারো বছর পার হওয়ার আগেই নায়িকা হয়ে রীতিমতো শোবিজে তাক লাগিয়ে দিয়েছেন। একের পর এক সিনেমায় অভিনয় করে চমকে দিচ্ছেন। বলছি শিশুশিল্পী থেকে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া পূজা চেরি’র কথা। রুপালি পর্দার তারুণ্যের ঝলকানীতে এগিয়ে চলছেন পূজা।

এদিকে এবারের পূজা কিভাবে পালন করছেন এ নায়িকা? উত্তরে পূজা চেরি বলেন, প্রতিবার শারদীয় উৎসব নিজ এলাকায় কাটাই। এবার করোনার কারণে বাধ্য হয়ে ঢাকায় কাটাতে হচ্ছে। তেমন কোনো অয়োজন না থাকায় কিছুটা মন খারাপ। তবে কেনাকাটা করার কারণে মন খারাপের ভিড়ে কিছুটা আনন্দ পাচ্ছেন এই নায়িকা।

মৃত্যুর পর আমার সব সৃষ্টি যেন ধ্বংস করা হয়: কবীর সুমনের ইচ্ছাপ্রকাশ

পূজায় নিজের জন্য পাচঁটা শাড়ি কিনেছেন বলে জানান তিনি। নিজের কেনার পাশাপাশি পরিবারের সবাইকে একটা করে উপহার দিয়েছি। কাজের কথা বলতে গিয়ে তিনি বলেন, বেশ কিছু চিত্রনাট্য হাতে পেয়েছি। যেগুলো ভালো লাগেনি সেগুলো না করে দিয়েছি। কারণ সবাই এখন আমার কাছে মানসম্মত ছবি প্রত্যাশা করে। দর্শক অপছন্দ করবে এমন কাজ করবো না। কিছু ছবির ব্যাপারে কথা চলছে। চূড়ান্ত হলে সব জানাবো।

এদিকে ‘জ্বীন’, ‘সাইকো’ ও ‘শান’ নামের তিনটি ছবিতেও অভিনয় করছেন পূজা। এগুলো করোনাকালের পর মুক্তি পাবে বলে তিনি জানান।

দর্শক অপছন্দ করবে এমন কাজ করবো না

আপডেট সময় : ০৩:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০

আঠারো বছর পার হওয়ার আগেই নায়িকা হয়ে রীতিমতো শোবিজে তাক লাগিয়ে দিয়েছেন। একের পর এক সিনেমায় অভিনয় করে চমকে দিচ্ছেন। বলছি শিশুশিল্পী থেকে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া পূজা চেরি’র কথা। রুপালি পর্দার তারুণ্যের ঝলকানীতে এগিয়ে চলছেন পূজা।

এদিকে এবারের পূজা কিভাবে পালন করছেন এ নায়িকা? উত্তরে পূজা চেরি বলেন, প্রতিবার শারদীয় উৎসব নিজ এলাকায় কাটাই। এবার করোনার কারণে বাধ্য হয়ে ঢাকায় কাটাতে হচ্ছে। তেমন কোনো অয়োজন না থাকায় কিছুটা মন খারাপ। তবে কেনাকাটা করার কারণে মন খারাপের ভিড়ে কিছুটা আনন্দ পাচ্ছেন এই নায়িকা।

মৃত্যুর পর আমার সব সৃষ্টি যেন ধ্বংস করা হয়: কবীর সুমনের ইচ্ছাপ্রকাশ

পূজায় নিজের জন্য পাচঁটা শাড়ি কিনেছেন বলে জানান তিনি। নিজের কেনার পাশাপাশি পরিবারের সবাইকে একটা করে উপহার দিয়েছি। কাজের কথা বলতে গিয়ে তিনি বলেন, বেশ কিছু চিত্রনাট্য হাতে পেয়েছি। যেগুলো ভালো লাগেনি সেগুলো না করে দিয়েছি। কারণ সবাই এখন আমার কাছে মানসম্মত ছবি প্রত্যাশা করে। দর্শক অপছন্দ করবে এমন কাজ করবো না। কিছু ছবির ব্যাপারে কথা চলছে। চূড়ান্ত হলে সব জানাবো।

এদিকে ‘জ্বীন’, ‘সাইকো’ ও ‘শান’ নামের তিনটি ছবিতেও অভিনয় করছেন পূজা। এগুলো করোনাকালের পর মুক্তি পাবে বলে তিনি জানান।