আঠারো বছর পার হওয়ার আগেই নায়িকা হয়ে রীতিমতো শোবিজে তাক লাগিয়ে দিয়েছেন। একের পর এক সিনেমায় অভিনয় করে চমকে দিচ্ছেন। বলছি শিশুশিল্পী থেকে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া পূজা চেরি’র কথা। রুপালি পর্দার তারুণ্যের ঝলকানীতে এগিয়ে চলছেন পূজা।
এদিকে এবারের পূজা কিভাবে পালন করছেন এ নায়িকা? উত্তরে পূজা চেরি বলেন, প্রতিবার শারদীয় উৎসব নিজ এলাকায় কাটাই। এবার করোনার কারণে বাধ্য হয়ে ঢাকায় কাটাতে হচ্ছে। তেমন কোনো অয়োজন না থাকায় কিছুটা মন খারাপ। তবে কেনাকাটা করার কারণে মন খারাপের ভিড়ে কিছুটা আনন্দ পাচ্ছেন এই নায়িকা।
মৃত্যুর পর আমার সব সৃষ্টি যেন ধ্বংস করা হয়: কবীর সুমনের ইচ্ছাপ্রকাশ
পূজায় নিজের জন্য পাচঁটা শাড়ি কিনেছেন বলে জানান তিনি। নিজের কেনার পাশাপাশি পরিবারের সবাইকে একটা করে উপহার দিয়েছি। কাজের কথা বলতে গিয়ে তিনি বলেন, বেশ কিছু চিত্রনাট্য হাতে পেয়েছি। যেগুলো ভালো লাগেনি সেগুলো না করে দিয়েছি। কারণ সবাই এখন আমার কাছে মানসম্মত ছবি প্রত্যাশা করে। দর্শক অপছন্দ করবে এমন কাজ করবো না। কিছু ছবির ব্যাপারে কথা চলছে। চূড়ান্ত হলে সব জানাবো।
এদিকে ‘জ্বীন’, ‘সাইকো’ ও ‘শান’ নামের তিনটি ছবিতেও অভিনয় করছেন পূজা। এগুলো করোনাকালের পর মুক্তি পাবে বলে তিনি জানান।