জেলা প্রতিনিধিঃ
সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে রাজপথে নেমেছে সাংবাদিকরা। দর্শনা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে করা হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি।
এ কর্মসূচিতে অংশ নিয়েছে জেলার ৫ টি প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে দর্শনা প্রেস ক্লাবের সামনের মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করণ, হত্যা বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবী তুলে বক্তব্য দেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, দর্শনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন, জীবননগর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শামসুল আলম চঞ্চল, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, হিজলগাড়ি প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, শামীম মিজি, সরোজগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লাবলুর রহমান, প্রচার সম্পাদক ইকরামুল হক, হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, মনিরুজ্জামান সুমন, ইয়াসির আরাফাত মিলন, সিনিয়র সাংবাদিক এফএ আলমীগর ও আজাদ হোসেন।
দর্শনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডলের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বর্তমান পরিষদের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, সাংবাদিক হাসমত আলী, আ. রহমান, জামান তারিক, জিল্লুর রহমান মধু, মুনজুরুল ইসলাম, মাসুম বিল্লাহ, আলমগীর, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, সুকমল চন্দ্র দাস বাধন, সুজন মাহমুদ, আবির হাসান রিফাত, ফরহাদ হোসেন, আফজাজুল হক, আলতাব হোসাইন, ইয়াছিন জুয়েল প্রমুখ।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, হারুন রাজু। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের স্বাধীনতার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ আইন বলবৎ থাকলে দুর্নিতীবাজ ও অপরাধীরা সহজেই পার পেয়ে যাবে। সাংবাদিকরাই সকল অন্যায় ও দুর্নিতীর বিরুদ্ধে খুরধার লেখনীর মধ্য দিয়ে সমাজ তথা জাতীর সামনে তুলে ধরে। তাই এ কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে।
সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। অহেতুক মিথ্যা অভিযোগ তুলে যে সকল সাংবাদিককে কারাবন্দি রাখা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। অন্যথায় রাজপথ ছাড়বেনা সাংবাদিকরা।