DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

Astha Desk
জুন ৬, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

 

আস্থা ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অবস্থান আবারও স্পষ্ট করে জানিয়েছেন, ‘নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচনে যাবে না বলে দলটি। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মঙ্গলবার (৬ জুন) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে তিনি এ সব কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে অনুষ্ঠিত এক ঘণ্টার বৈঠকে নির্বাচন ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসানীতি, সরকারের দমন-পীড়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব।

দূতাবাসে আয়োজিত বৈঠক শেষে মির্জা ফখরুল গণমাধ্যমে জানান, ‘আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান খুবই স্পষ্ট এবং বিষয়টি আবারও মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে।’

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলার পরিসংখ্যন তুলে ধরে তিনি বলেন, ‘গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ রোড মার্চ কর্মসূচিতে হামলা, গাড়ি ভাঙচুর এবং নেতাকর্মীদের আহত করার বিষয়টিকেও সামনে আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে তিনি পিটার হাসকে বলেন, ‘এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। সরকার ও রাষ্ট্রযন্ত্রের অপকর্ম ও অপশাসনের কারণে এমনটি হয়েছে।’ তবে দেশের মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১