দিনাজপুরে এবি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে এবি ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ শতাধিক মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে আকবর আলী শাহ্ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম ববি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস ডা মাহফুজা আক্তার, ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা আবু হাসনাত অমিত, ঢাকা ল্যাব এইড হাসপাতালের নাক, কান,গলা বিশেষজ্ঞ ডা মোঃ আব্দুলাহ চয়ন, ঢাকা ল্যাব এইড হাসপাতালের গাইনি এন্ড অবস্ ডা মাইমুনা তানজিলা আফরিন, ঢাকা বাড্ডা জেনারেল হাসপাতালের গাইনি এন্ড অবস্ ডা রশিদা সুলতানা রিংকু,ঢাকা বাড্ডা জেনারেল হাসপাতালের হ্রদ রোগ বিশেষজ্ঞ ডা নাবিদ রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ভেড়ভেড়ী ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজ সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রারন (নিউরোসার্জারী) ডাক্তার নারায়ণ চন্দ্র রায় জয় প্রমূখ।
স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৃণমূলের মানুষকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
উল্লেখ্য এদিনে খানসামা ও চিরিরবন্দর দুই উপজেলায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।