শিরোনাম:
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত বর্জন কর্মসূচী পালিত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:৩৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১০৪১ বার পড়া হয়েছে
চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (১) গতকাল ২১ মার্চ শনিবার আইনজীবী সমিতির কার্যালয়ে জানান গত ১৮ই মার্চ বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির জরুরী সাধারন সভায় সর্বসম্মতিক্রমে ২১ মার্চ রোববার জেলা ও দায়রা জজ আদাল বর্জন করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা পালিত হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্যগণ জরুরী সাধারণ সভার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে বর্জন কর্মসূচী পালন করেন এবং উক্ত আদালতে মামলা পরিচালনা হতে বিরত থাকেন ফলে বর্জন কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়েছে।
এছাড়া জরুরী সাধারন সভায় অপর দুটি সিদ্ধান্ত কোতয়ালীর ওসির প্রত্যাহার ও আইনজীবী সমিতির বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা ৭ দিনের মধ্যে চুড়ান্ত রিপোর্ট দাখিলের দাবী জানান।