দিরাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আটক-১
- আপডেট সময় : ০৯:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৭ বার পড়া হয়েছে
দিরাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আটক-১
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক জুসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মকভাবে আহত হয়েছে। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টায় সাংবাদিক জুসেফের পৌরসভার আরামবাগস্থ বাসভবনের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।
জানা যায়, জারলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা নিয়ে দীর্ঘ দিন থেকে দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি জুসেফ ও চেয়ারম্যান জুয়েলের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ দীর্ঘদিন বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আজ সোমবার বিকেলে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে। এ সময় চেয়ারম্যানের ভাই ভাতিজারা সাংবাদিক জুসেফকে হত্যার হুমকি দেয়। পরে সন্ধ্যায় ৭টার দিকে সাংবাদিক জুসেফ ও তার ভাই আরামবাগ বাসভবনের সামনে চেয়ারম্যানের নেতৃত্বে হামলার শিকার হয়।
আবাসিক মেডিকেল অফিসার মোঃ রায়হান উদ্দিন বলেন, আহতদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য সিলেট স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে দিরাই থানার ওসি কাজী মোক্তাদির বলেন, ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে আটককৃতর নাম বলেনি ওসি।
























