শিরোনাম:
দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
Md Elias
- আপডেট সময় : ০৪:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১০৫৮ বার পড়া হয়েছে
দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
৩ মার্চ (বৃহস্পতিবার) দেড়টার দিকে উপজেলার মেরুং ইউপির অধীনস্থ বেতছড়ি আকবর লিডার পাড়া এলাকায় লিডারের নিজ বাড়িতে সর্ট সার্কিটের আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয়রা ফায়ারসার্ভিসকে ফোন করলে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও দু’টি বসতঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, টাকা ও প্রয়োজনীয় সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আকবর লিডারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত আকবর লিডার জানান, বৈদ্যুতক সর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন জ্বলে উঠলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আমার দু’টি ঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, টাকা ও প্রয়োজনীয় সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
[irp]


















