দীঘিনালায় ইউপিডিএফ-জেএসএস বন্দুক যুদ্ধ, নিহত-১
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় দূর্গম নাড়াইছড়ি সীমান্তবর্তী উল্টাছড়ি এলাকায় ইউনাইট্রেড ডেমোক্রেটি ফ্রন্ট (প্রসিত) ও জনসংহতি সমিতি (সন্তু লারমা) দলের মধ্যে আধা ঘণ্টাব্যাপী চলা বন্দুক যুদ্ধে ইউপিডিএফ প্রসিত দলের পোস্ট কালেক্টর জীবন ত্রিপুরা (২৬) নিহত হয়েছে বলে নিশ্চিত করে ইউপিডিএফ।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি জেলা ইউপিডিএফ এর ইউটিনিট সংগঠক অংগ্য মারমা জানায়, কোন ধরনের উসকানি ছাড়াই জেএসএস সন্তু দলের সন্ত্রাসীরা অর্তকিত গুলি বর্ষণ করে। ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের নিন্দা জানায়। এলাকাটি খুবই দুর্গম হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য এখনো ঘটনাস্থলে পৌঁছেনি।
এলাকাবাসী জানায়, নিহত ইউপিডিএফ সদস্য জীবন ত্রিপুরার মরদেহ মাইনি নদীর তীরে পরে রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।