শিরোনাম:
দীঘিনালায় তৃতীয় পর্যায়ে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় আরও ১০৩ পরিবার
Md Elias
- আপডেট সময় : ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১০৬১ বার পড়া হয়েছে
দীঘিনালায় তৃতীয় পর্যায়ে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় আরও ১০৩ পরিবার
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
মুজিববর্ষে কেহ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ইশতেহার বাস্তবায়নে দীঘিনালায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে গৃহহীন প্রকল্পের আওতায় ঘর পেয়েছে ৪১৭ পরিবার। এবার আশ্রয়ন প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে দীঘিনালায় ঘর পাচ্ছে আরও ১০৩ পরিবার।
প্রকল্পের আওতায় প্রথমে যাদের জমি আছে ঘর নেই তাদের নিজ জমিতে গৃহ নির্মাণ ও পরবর্তীতে যাদের জমি ও ঘর কিছুই নেই তাদের ২শতাংশ জমিসহ নির্মাণ করে দেয়া হয়েছে গৃহ। এতে ভুক্তভোগী জনসাধারণের মুখে প্রাপ্তির হাসি। দোয়াও করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, দীঘিনালায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে মেরুং ইউপি’র ১৬৭, দ্বিতীয় পর্যায়ে মেরুং ইউপি’র ৬০, বোয়ালখালী ইউপি’র ৫০, কবাখালী ইউপি’র ৯০ ও দীঘিনালা ইউপি’র ৫০ পরিবার সহ মোট ৪১৭ পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা গৃহ প্রদান করা হয়। অত্র প্রকল্পের আওতায়ধীন তৃতীয় পর্যায়ে উপজেলায় আরও ১০৩টি গৃহের কাজ চলমান রয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, দীঘিনালায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ৪১৭ টি গৃহ সুবিধাভোগী পরিবারকে ২শতক জমি সহ বুঝিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে ১০৩ টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে। চলমান কাজগুলো আমি সরেজমিনে গিয়ে তদারকি করছি। পাশাপাশি যাচাই-বাছাই করে অসচ্ছল ও অসহায় পরিবারকে গৃহ প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ কাশেম বলেন, আজ থেকে একযুগ পূর্বেও দীঘিনালায় অনেক অসচ্ছল ও দরিদ্র পরিবার ছিলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পর্যায় ক্রমে দরিদ্রদের সরকারি গৃহনির্মাণ প্রকল্পের আওতায় আনা হয়েছে। পূর্বের তুলনায় দীঘিনালায় শুধু দরিদ্রের জন্যই নয় সরকার কাজ করেছেন সারাদেশের ন্যায় দীঘিনায় উন্নয়নেও। যার দৃষ্টিনন্দন উদাহরণ দীঘিনালা বর্তমানে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান।
[irp]


















