শিরোনাম:
দীঘিনালায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত
Md Elias
- আপডেট সময় : ০১:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১০৫৫ বার পড়া হয়েছে
দীঘিনালায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস/২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
৭ মার্চ (সোমবার) প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন পরবর্তী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোহাম্মদ মাইন উদ্দিন’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন।এসময় অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীন বাংলাদেশের বিপ্লবী মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ভাষনের তাৎপর্য তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালি ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা ও শিক্ষক-শিক্ষীকাসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
পাশাপাশি দীঘিনালা উপজেলা শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রেলী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করে।
[irp]


















