শিরোনাম:
দীঘিনালায় বাজার মনিটরিংয়ে জরিমানা
Md Elias
- আপডেট সময় : ০১:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১০৫৫ বার পড়া হয়েছে
দীঘিনালায় বাজার মনিটরিংয়ে জরিমানা
মোঃ মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র কর্তৃক নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার দর যাচাই করতে (বুধবার) উপজেলা পরিষদ সংলগ্ন থানা বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় কেনা দামের চেয়ে অত্যধিক পার্থক্যে পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট দু’টি দোকান মালিককে ২৫’শত এবং ১ হাজার সহ মোট ৩৫’ শত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
যদিও বাজারের দোকানগুলিতে মূল্যতালিকা প্রদর্শন করতে দেখা যায়, কিন্তু আপডেট করা নেই তালিকা।
বাজারটিতে কার্যকর কোন পরিচালনা কমিটি নেই বলেও জানা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিটা দোকানে পণ্যের আবডেট তালিকা প্রদর্শনের কথা বলা হয়।
[irp]


















