দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১
জেলা প্রতিনিধিঃখাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, মদ, গাঁজাসহ মো. কবির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০১ পিস ইয়াবা, বাংলা মদ ও গাঁজা জব্দ করা হয়।
সোমবার (১৭ মে) রাতে উপজেলার ছোট মেরুং এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেনা জোন সূত্রে জানা যায়, আটক ব্যক্তি একজন ইয়াবাসেবী ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে দীঘিনালা থানায় সোপর্দ করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। পাশাপাশি আরেকটি মামলা প্রক্রিয়াধীন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।