দীঘিনালায় সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের পক্ষ হতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহনির্মানের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। আজ সোমবার ২৬ জুলাই সকালে বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানা পাড়ার বাসিন্দা শহিদুল ইসলাম’র স্ত্রী কুলসুম বিবিকে ঝড়ে ভেঙে যাওয়া গৃহনির্মাণের জন্য দীঘিনালা সেনা জোনের পক্ষ হতে ঢেউটিন প্রদান করেন জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।
এ সময় তিনি বলেন, দীঘিনালা জোন সর্বদা পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনের কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সুবিধাভোগী কুলসুম বিবি জানান, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ। আমি এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।