দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে-ভূমিমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধিঃ
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকার হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই, তা চলে গেছে। বিএনপি এখন আর জনগণকে বিভ্রান্তি করতে পারছে না, ঘোলা পানিতে মাছ শিকার করতে পারছে না। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের সব দরজা বন্ধ হয়ে গেছে। একটি মাত্র দরজা খোলা আছে আর তা হলো নির্বাচনী দরজা। নির্বাচন ছাড়া বিএনপির আর কোনো দরজা খোলা নেই। যার কারণে তারা এখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সংবিধানের বাইরে নয়। তারা নির্বাচনী দরজা খুলবে এবং নির্বাচনে আসবে।
আজ শুক্রবার (২৫ আগষ্ট) চট্টগ্রামের কর্ণফুলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসব কথা বলেন।
আরও বক্তব্য রাখেন, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সভাপতি মণ্ডলীর সদস্য আজিজুর রহমান আজিজ, জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ছিদ্দিক আহমদ বিকম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি মোঃ আলী, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম টুকু প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার
সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরও বলেন, কর্ণফুলী উপজেলা বাস্তবায়ন করতে কত কষ্ট হয়েছে, তা আমি জানি। আমার বাবা স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন করেছি। আমি মন্ত্রী হয়েছি বলে পেরেছি, মন্ত্রী না হলে পারতাম না। তাই কর্ণফুলী উপজেলা হওয়াটা আল্লাহর একটা বড় নেয়ামত। নানা কষ্ট করে, নানা পথ ঘুরে প্রধানমন্ত্রীর দপ্তরে ফাইল যখনই গেছে, তা তিনি অনুমোদন করে দিয়েছেন। প্রধানমন্ত্রী এ সময় বলেছেন, বাবু ভাইয়ের কথা ছিল কর্ণফুলী উপজেলা করা, জাবেদ আনছে তা দিয়ে দাও। ধাক্কা দেবেন আওয়ামী লীগ পড়ে যাবে? আর আপনারা মিথ্যা কথা বলে, লন্ডনে বসে ক্ষমতায় আসবেন, এত সহজ। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগকে বারবার আঘাত করা হয়েছে, শেখ হাসিনা তা প্রতিহত করেছেন।