দুই দেশের ব্যবসায়ীদের বৈঠকের পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
হিলি প্রতিনিধিঃ
ভারতীয় ট্রাক চালকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
এর আগে, ভারতীয় ট্রাকচালকদের মারধরের অভিযোগে গতকাল রোববার থেকে আজ (সোমবার) বিকেল পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।
হারুন উর রশিদ হারুন বলেন, গত শনিবার বন্দরে ভারতীয় কয়েকজন ট্রাক চালকের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যার কারণে তারা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখেন। আজ আমরা দুই দেশের সিএন্ডএফ, আমদানি-রপ্তানি কারক এবং ব্যবসায়ীরা বৈঠক করেছি। ভারতীয় ট্রাকচালকদের দেওয়া ৭ দফা দাবি মেনে নিয়েছি। তারা তাদের কর্মবিরতি তুলে নিয়েছেন। এরপর বিকেল থেকেই ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে।