দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা!
- আপডেট সময় : ০৪:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১০৪৪ বার পড়া হয়েছে
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা!
ফেণী প্রতিনিধিঃ
ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর কাজি কোনা এলাকা পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। আজ সোমবার (৫ জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো রিকশাচালক সোহেলের স্ত্রী হাজেরা খাতুন মনি (২৭) ও তার ছেলে মোঃ ইমরান হোসেন ইয়ামিন (৬) ও ইরফান হোসেন আরাফাতকে (৩) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে ওই ঘর থেকে তার দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করে ও আরাফাতকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।
সোনাগাজী মডেল থানার ওসি মু. খালেদ হোসেন দাইয়ান জানান, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মা-ছেলের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপর সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
























