শিরোনাম:
দুজুয়ানের’ তাণ্ডব, বাড়ি ছাড়া ৫ হাজারের বেশি মানুষ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিপাইনে মৌসুমি ঝড় দুজুয়ানের তাণ্ডবে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। খবর আল-জাজিরার।
রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাবে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
একই সঙ্গে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বইছে ঝড়ো বাতাস। এর প্রভাবে সৃষ্ট বন্যায় জলাবদ্ধ হয়ে পড়েছে কারাঙ্গা ও সুরিগাও অঞ্চল। নিকেল খনি এবং ধাতু উৎপাদনের জন্য এলাকাটি বেশ বিখ্যাত।
এদিকে, খারাপ আবহাওয়ার জন্য ৩৬টি অভ্যন্তরীণ ফ্লাইটের চলাচল বাতিল করা হয়েছে। চলতি বছর দক্ষিণ-পূর্ব এশিয়ান দ্বীপপুঞ্জে এটাই প্রথম ঝড়। বার্ষিক ২০টি মৌসুমি ঝড়ের কবলে পড়ে অঞ্চলটি।
























