দুর্গাপুরে সাংবাদিককে মারধর, প্রধান আসামি আটক
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক কলি হাসানকে মারধর ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সন্ত্রাসী আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জুন) বেলা ৩টার দিকে দুর্গাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরশ এলাকা থেকে তাঁকে আটক করে।
আটক সন্ত্রাসী আব্দুল হান্নান (৩৮) দুর্গাপুর পৌরসভার খরশ এলাকার আব্দুল হাকিমের ছেলে। আর সাংবাদিক কলি হাসান দৈনিক জনকণ্ঠের দুর্গাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম।
এর আগে, ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন এলাকায় পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। কলি হাসান বাঁচার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ডান হাত ভেঙে ফেলে। পরে ডান পায়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে। বর্তমানে কলি হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলার সময় তাঁর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। কলি হাসানের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই ঘটনায় ১৫ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরশ এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।