DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৫ই অক্টোবর ২০২৪
ঢাকাশনিবার ৫ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সেনা জোনের শুভেচ্ছা উপহার বিতরণ

Abdullah
অক্টোবর ৫, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সেনা জোনের শুভেচ্ছা উপহার বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যদিয়ে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপনের অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল।

আজ শনিবার (৫ অক্টোবর) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে ১৮টি পুজা মণ্ডবের উদযাপন কমিটির নেতৃত্বে হাতে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্গাপূজায় খাগড়াছড়িতে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য প্রশাসন কাজ করছে। চিন্তার কোন কারণ নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।

তিনি বলেন, সারাদেশে মানুষ সেনাবাহিনীকে চাই। কিন্তু পাহাড়ে মুষ্টিমে কিছু লোক সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে। কারণ পাহাড়ে সেনাবাহিনী থাকলে তাদের সন্ত্রাসী কর্মকান্ডে বিঘ্ন ঘটে। সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে আমাদের প্রয়াস এতে এই আয়োজন। সার্বজনীন দুর্গাৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখে সম্প্রীতি-সহবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর খাগড়াছড়ি গড়তে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১