দুস্থদের মাঝে ঈদ উপহার নিয়ে পানছড়ি
উপজেলা বিএনপি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে পানছড়ির প্রত্যন্ত এলাকার দুস্থ, অসহায়, কর্মহীন মানুষের কাছে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে পানছড়ি উপজেলা বিএনপি।
আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টা এবং বিকেল ৪টা থেকে উপজেলার জিয়ানগর, মধ্যনগর, আলীনগর, উল্টাছড়ি, ফাতেমানগর, মোহাম্মদপুর, দমদম এলাকায় দেড় শতাধিক দুস্থ, অসহায়, কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরন করেন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ আলী, যুগ্ন-সম্পাদক শফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ ইদ্রিছ আলী প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি সভাপতি বলেন, ঈদ উপলক্ষে আমরা সবাই যাহাতে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি সে জন্য জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে নগদ অর্থ এবং ঈদ সামগ্রী নিয়ে আমরা অসহায়দের পাশে দাড়িয়েছি।
তিনি আরও বলেন, সুন্দর বাংলাদেশ বিনির্মানে আগামী নির্বাচনে পার্বত্যাঞ্চলের মাটি ও মানুষের নেতা ওয়াদুদ ভুইয়ার পাশে থাকতে হবে।