দেওয়ানগঞ্জ ঢাকা রুটে চলবে লাল সবুজের ব্রহ্মপুত্র এক্সপ্রেস
- আপডেট সময় : ০৪:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১১৪৪ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসে নতুন কোচ প্রতিস্থাপন করা হয়েছে। পুরনো কোচ ছেড়ে লাল-সবুজ কোচে নতুন রুপে চলবে এসিসহ উন্নত চেয়ারে সজ্জিত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ১১ মার্চ
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন প্লাটফরমে নবচেহারার এই ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহা ব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন দুলাল এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, রেলওয়ের অতিরিক্ত মহা-পরিচালক সরদার সাহাদাত আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলওয়েকে ঢেলে সাজাতে সরকার মহাপরিকল্পনা গ্রহন করছে। নতুন বগি ও লোকমোটিভ ইঞ্জিন আমদানি করা হয়েছে। যাত্রী সেবারমান
আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তিনি আরো বলেন,
জামালপুর- ময়মনসিংহ ঢাকা রুটে শীঘ্র ডাবল লাইনের কাজ শুরু হবে। তখন দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যেতে সময় কম লাগবে। জামালপুরবাসীর অনেকদিনের দাবির প্রেক্ষিতে
রেলমন্ত্রী বলেন, চট্রগ্রাম ময়মনসিংহ মধ্যে চলাচলকারী বিজয় এক্সপ্রেক্স ট্রেনটি এখন দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত চলাচলের ঘোষনা দেন। ঢাকা টাঙ্গাইল সরিষাবাড়ি জামালপুরের মধ্যে চলাচলকারী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত চলার ঘোষনা দেন।
রেলওয়ে সূত্র জানায়, ৭৯৫ আসনের ব্রহ্মপুত্র ট্রেনে ১’শ ৬৫টি এসি সিট ও ৬’শ ৩০টি শোভন চেয়ার সিট রয়েছে। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ১৫মিনিটে দেওয়ানগঞ্জ বাজার এর উদ্দেশ্যে ছেড়ে আসবে। দেওয়ানগঞ্জ পৌঁছুবে রাত ১২ টা। দেওয়ানগঞ্জ বাজার থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। ঢাকায় পৌঁছবে দুপুর ১২ টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত প্রতিটি এসি সিট ৪’শ ২৭ টাকা ও শোভন চেয়ার ২’শ ২৫ টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে।
















