বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের জেলার দেওয়ানগঞ্জে বজ্রপাত প্রতিরোধে সাড়ে তিন হাজার তালের বীজ রোপন করা হয়েছে আজ ১২ ই অক্টোবর সোমবার বিকেল ৪ ঘটিকায়। তালের বীজতলা রোপন কার্যক্রম শুভ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ এনামুল হক । উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক একটি তাল গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক ভাবে তালের বীজতলা রোপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জীববৈচিত্র্য রক্ষায় এবং বজ্রপাতের হাত থেকে মানুষ এবং প্রকৃতিকে রক্ষাকল্পে তাল গাছের কোন বিকল্প নেই । তাল গাছ শুধু বজ্রপাত কে প্রতিহত করে না এটি নদী ভাঙ্গনের হাত থেকেও মাটিকে রক্ষা করে । আজ এই প্রগ্রামটিকে পাইলট প্রকল্প হিসেবে আমরা উদ্বোধন করে গেলাম এরপর এর মডেল সারা জেলায় ছড়িয়ে দেওয়া হবে ।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং প্রকৃতি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করে বৃক্ষের হাট নামক নার্সারি প্রতিষ্ঠান ।
দেওয়ানগঞ্জ উপজেলা সূত্রে জানা গেছে এই বীজতলা দিয়ে উপজেলার প্রত্যেক সড়কের দুই ধারে তালের চারা রোপণ করতে হবে। বজ্রপাত প্রতিরোধ এবং প্রকৃতির ভারসাম্য আনয়ন করে মানুষের প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য উপজেলা প্রশাসন এবং প্রকৃতি ফাউন্ডেশন এই তালের বীজতলা রোপণের উদ্যোগ গ্রহণ করে।
বীজতলার রোপন অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান। জামালপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি আরিফুল রহমান সাকী।
জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইমরান, পৌর কাউন্সিলর মামুনুর রশি, বৃক্ষের হাট এর কর্ণধার তৌফিকুর রহমান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।