বোরহান উদ্দিন, দেওয়ানগঞ্জ, জামালপুর প্রতিনিধি ১৪ ডিসেম্বর শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজামান আসিফ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার দুলাল তালুকদার, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহাবুব রহমান তালুকদার, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাজাহান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সৌরভ হাসান, দৈনিক নয়াদিগন্ত দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম প্রমুখ।সভায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আলোচনা করা হয়।
এমকে/আস্থা