শিরোনাম:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১১০১ বার পড়া হয়েছে
ভোলা জেলা চরফ্যাসন উপজেলার প্রতিনিধিঃ
আজ ১২ই এপ্রিল ২০২১ ইং রোজ সোমবার সকাল ১০টা থেকে ভোলা-৪ আসনের এর তিন তিনবারের নির্বাচিত এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম এর চরফ্যাশন বাসভবনে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি চরফ্যাসন উপজেলার উদ্দোগ্যে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা ও বিভিন্ন থানার নেতার্কমীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সংগঠন সম্পর্কে আলোচনা সহ বেগম খালেদা জিয়ার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
শনিবার, এপ্রিল ১০, ২০২১, বিকালে এই পরীক্ষা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ইতোমধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁর জ্বর বা অন্য কোন উপসর্গ নেই। তিনি বাসাতেই চিকিৎসাধীন এবং মানসিকভাবে দৃঢ় ও শক্ত আছেন।
তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন থানা ও ইউনিয়নে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়ার আহ্বান জানায়।
















