ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল: আইএসপিআর Logo শাহজালালে পুশকার্টের ধাক্কায় ‘ভেঙে গেছে’ এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা Logo কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, সীমানা নিয়ে দুই থানার ‘ঠেলাঠেলি’ Logo আ.লীগের লকডাউনেও গণপরিবহন চলবে: শ্রমিক ফেডারেশন Logo কিশোরগঞ্জ-১ আসনের তরুণ ও প্রবীণ ভোটারদের আস্থার প্রতীক ভিপি ওয়ালী উল্লাহ রাব্বানী Logo পানছড়িতে পিসিসিপি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আইনজীবী ও বিএনপি নেতার নাম জড়িয়ে সংবাদ সম্মেলনে স্থানীয়দের ক্ষোভ Logo ইরানকে সহায়তা করায় ভারতীয়সহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা Logo খাগড়াছড়িতে ১৮ বছর পর ধানের শীষের পথ সভায় ওয়াদুদ ভূইয়া Logo নতুন করে পদায়ন করা হলো আরও ৯ ডিসি

দেশের কোনো সুখবর বিএনপি নেতাদের গায়ে জ্বালা ধরায়: ওবায়দুল কাদের

News Editor
  • আপডেট সময় : ০২:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / ১১১১ বার পড়া হয়েছে

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার মিথ্যাচার করছে- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের কোনো সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি তাদের গায়ে জ্বালা ধরায়। এজন্যই সবকিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার বিএনপির মজ্জাগত।

প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার ৪র্থ শীর্ষ দেশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সঙ্গে সেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।

আসছে শীতে করোনা প্রতিরোধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। নতুন গতি এসেছে প্রবাসী আয়ে। আর এসব ইতিবাচক দিক কিন্তু বিএনপি দেখতে পায় না।

এখন পর্যন্ত দেশে ১৮টি ফ্লাইওভার ও ৪১৩ কিলোমিটার চার লেনের সড়ক নির্মিত হয়েছে। বিশ্বাস না হলে বিএনপি নেতাদের তা সরেজমিনে গিয়ে দেখে আসারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

গত অর্থবছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাবে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল। তা সত্ত্বেও গত এক দশক ধরে দেশে জিডিপি’র উচ্চ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, করোনার প্রভাব সত্ত্বেও প্রবৃদ্ধি ৫ শতাংশের উপরে অর্জিত হয়েছে।

এডিবি ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার ৪র্থ শীর্ষ দেশ হবে বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ’র নিয়ম অনুযায়ী সবাইকে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে। আত্মীয় ও দলীয় পরিচয় দিয়ে বিআরটিএতে যারা প্রভাব খাটাতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, দালালের দৌরাত্ম থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। গ্রাহক সেবার নামে যাতে কেউ হয়রানির স্বীকার না হয়, সেদিকেও নজর দিতে হবে। বিআরটিএতে যারা ঘুষ দিয়ে বদলি ও প্রমোশন করাতে চান, তাদের দিয়ে কোনো লাভ হবে না।

আলোচনা সভায় বিআরটিএ সদর দফতর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলা সমূহ, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

দেশের কোনো সুখবর বিএনপি নেতাদের গায়ে জ্বালা ধরায়: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার মিথ্যাচার করছে- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের কোনো সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি তাদের গায়ে জ্বালা ধরায়। এজন্যই সবকিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার বিএনপির মজ্জাগত।

প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার ৪র্থ শীর্ষ দেশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সঙ্গে সেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।

আসছে শীতে করোনা প্রতিরোধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। নতুন গতি এসেছে প্রবাসী আয়ে। আর এসব ইতিবাচক দিক কিন্তু বিএনপি দেখতে পায় না।

এখন পর্যন্ত দেশে ১৮টি ফ্লাইওভার ও ৪১৩ কিলোমিটার চার লেনের সড়ক নির্মিত হয়েছে। বিশ্বাস না হলে বিএনপি নেতাদের তা সরেজমিনে গিয়ে দেখে আসারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

গত অর্থবছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাবে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল। তা সত্ত্বেও গত এক দশক ধরে দেশে জিডিপি’র উচ্চ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, করোনার প্রভাব সত্ত্বেও প্রবৃদ্ধি ৫ শতাংশের উপরে অর্জিত হয়েছে।

এডিবি ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার ৪র্থ শীর্ষ দেশ হবে বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ’র নিয়ম অনুযায়ী সবাইকে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে। আত্মীয় ও দলীয় পরিচয় দিয়ে বিআরটিএতে যারা প্রভাব খাটাতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, দালালের দৌরাত্ম থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। গ্রাহক সেবার নামে যাতে কেউ হয়রানির স্বীকার না হয়, সেদিকেও নজর দিতে হবে। বিআরটিএতে যারা ঘুষ দিয়ে বদলি ও প্রমোশন করাতে চান, তাদের দিয়ে কোনো লাভ হবে না।

আলোচনা সভায় বিআরটিএ সদর দফতর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলা সমূহ, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।