স্টাফ রিপোর্টারঃ
মা সন্তান বিক্রি করতে বাজারে তুলেছে! বাস্তবতা কি? দেশে নাকি অভাব নাই, নাই কেউ না খেয়ে!
দেশের মানুষ বেহেশতে’ আছে এমন ফতোয়া দিচ্ছে সরকার, মন্ত্রী ও এমপিরা।কিন্তু বাস্তবতা কি?
বাস্তবতা হচ্ছে,পৃথিবীতে সন্তানের সব চেয়ে নিরাপদ আশ্রয়স্থল মা। কিন্তু কঠিন অভাব ও ক্ষুধাকে মোকাবেলা করতে না পেরে মাও বুকের ধন প্রিয় সন্তানকে বিক্রির জন্য হাটে তুলেছেন! এটা লজ্জা পুরো জাতির।
গত বৃহস্পতিবার (১১ আগষ্ট ) খাগড়াছড়ি জেলা সদরের বাজারে বাচ্চা ছেলে রামকৃষ্ণ চাকমাকে বিক্রি করতে যান জেলা সদরের ভাইবোনছড়ার পাকুজ্যাছড়ি গ্রামের অসহায় ক্ষুধায় কাতর মা সোনালি চাকমা। ১২ হাজার টাকায় বিক্রি করার প্রস্তাবে দর কষাকষিতে উঠে ৫ হাজার টাকা। অথচ সরকার দলীয় নেতা ও প্রশাসন বলছে মা সোনালী চাকমা মানষিকভাবে অসুস্থ, বুঝাতে চাচ্ছে মা সন্তানকে অভাবে বিক্রি করতে চায়নি, মানষিক ভারসাম্যহীনতার কারণেই বিক্রি করতে ছেয়েছে কিন্তু বাস্তবতা হল কঠিন অভাবকে মোকাবিলা করতে না পেরেই মা সন্তান বিক্রি করতে আসে, তা সবাই জানে।
খাগড়াছড়ি জেলা বিএনপি আলোচিত সে সোলানি চাকমা ও তার ছেলে রামকৃষ্ণ চাকমার পাশে দাঁড়িয়েছেন।
আজ রবিবার (১৪ আগষ্ট) খাগড়াছড়ি বিএনপির জেলা বিএনপির সভাপতি, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে পাকুজ্যাছড়ি গ্রামে গিয়ে অসহায় সোনালি চাকমা ও রামকৃষ্ণ চাকমার খোঁজ-খবর নেন ও আর্থিক সহযোগিতা করেন