দেশ থেকে উঠে গেছে আইনের শাসন
- আপডেট সময় : ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
রিপোর্টঃ বিশেষ প্রতিনিধি বোরহানউদ্দিন, ভোলা
বোরহানউদ্দিন উপজেলা পৌর ৯নং ওয়ার্ড এর মোতাহার হাওলাদার এর বসতবাড়ি নিয়ে চলছে অসামাজিক কার্যকলাপ।
বিগত বছর আগে মোফাজ্জল জমাদ্দারের কাছ থেকে তিনি জমি কিনেন।তার দলিল নামা পুড়ে যাওয়ার কারনে তাকে খতিয়ান দেখিয়ে জমিন বিক্রি করে।এটা এলাকাবাসি জেনে থাকলেও বর্তমান এ মোফাজ্জল জমাদ্দার এর সন্তানরা জমি নিয়ে বিভিন্ন ঝগড়াজাটি শুরু করেছে শুধু তাই নয় বসতবাড়িতে জোর করে পিলার বসিয়েছে এখন বাড়ির গাছপালাও কেটেছে।
[irp]
২ বার শালিস হওয়ার পরে প্রমানিত হয় তার সন্তানরা ভুয়া দলিল নিয়ে ঝগড়া করছে। তবুও তারা থামছেনা। মোফাজ্জল এর সন্তান শিমুল জমাদ্দার বলে আমাদের কাগজ ভুল হলে তাদের দলিল ও ভুল হবে।
আর আমরা জমি না পেলেও ওয়ারিসরাতো জমি পাবে! মোতাহার হাওলাদার বাদ্য হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা দিলে উল্টা তাকে নিয়েই ঠাট্টা তামাশা করছেন মোফাজ্জল এর সন্তানরা। পুলিশ ১৫/০৫/২০২১ তারিখে শালিসি ঠিক করেছে কিন্তু মোফাজ্জল এর সন্তানরা ২/১ দিনের মধ্যেই আবার মোতাহার হাওলাদার এর বাসা আটক করবে বলে হুমকি দিচ্ছে।
এমনকি রাস্তা ঘাটে তাকে বিভিন্ন কটুকথা বলে অপমান করা হচ্ছে।
















