দৈনিক আস্থায় সংবাদ প্রকাশের পর মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তির জরিমানা
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির “মাটিরাঙ্গায় রাতের আঁধারে চলছে পাহাড় কাটা” নামে প্রকাশিত সংবাদ প্রকাশের পর মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ আব্দুল হাকিম নামে এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২০ ডিসেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব এ জরিমানা করেন। অর্থদন্ডে দন্ডিত মোঃ আব্দুল হাকিম মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব বলেন, গাজীনগর এলাকায় পাহাড় কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ অর্থদন্ড দেন।
আরও পড়ুন ঃখাগড়াছড়িতে ছাত্রলীগের সড়ক অবরোধ চলাকালে আটক ৩
পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব বলেন, ভবিষ্যতে পাহাড় কাটবেন না এ মর্মে মুচলেকা দেয়ার মোঃ আব্দুল হাকিমকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে