DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেটে দিয়ে শত্রুতা, সাংবাদিকের জিডি

Astha Desk
অক্টোবর ১৯, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেটে দিয়ে শত্রুতা, সাংবাদিকের জিডি

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেট শত্রুতা পোষণ করে যাচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা। এ নিয়ে নিরাপত্তা চেয়ে বুধবার (১৮ অক্টোবর) দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মৎস্যখামারের মালিক সাংবাদিক আশিস রহমান (ডায়েরী নং ৯৮১)।

জানা যায়, সম্প্রতি রাতের আঁধারে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মুহিবুর রহমান মানিক সোনালী নূূর উচ্চবিদ্যালয়ের নিকটবর্তী সাংবাদিক আশিস রহমানের মৎস্যখামারের নিজস্ব পুকুর পাড়ের জাল কেটে দিয়ে পুকুরের ক্ষতি সাধনের চেষ্টা করা হয়।

সাংবাদিক আশিস রহমান বলছেন, ‘গত ১০ অক্টোবর রাতে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতা পোষণ করে আমার পুকুর পাড়ের জাল কেটে দিয়েছে। ধারণা করা হচ্ছে আমার মৎস্যখামারে বড় ধরণের ক্ষতিসাধনের জন্য কিছুসংখ্যক লোকজন ওৎপেতে আছে। এর প্রতিকারে আমি দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, সাংবাদিকের মৎস্য খামারের জাল কেটে দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে এর পেছনে কারা রয়েছে তা বের করার চেষ্টা করছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪