ধর্মঘট প্রত্যাহার করল রেলওয়ের রানিং স্টাফরা
- আপডেট সময় : ০২:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১০৩৬ বার পড়া হয়েছে
ধর্মঘট প্রত্যাহার করল রেলওয়ের রানিং স্টাফরা
স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনের মুখে সারা দেশে যাত্রীসেবা বন্ধ থাকার পর মধ্যারাতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনান আবদুল্লাহ।
আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক ফেইজে এই তথ্য জানান তিনি।
রেলওয়ে কর্মকর্তাদের ধর্মঘট প্রত্যাহার নিয়ে হাসনান আব্দুল্লাহ লিখেছেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যা সমাধান করতে রেল উপদেষ্টা সঙ্গে দেখা করেছি। এই বিষয়ে রাত আড়াইটাই সংবাদ সম্মেলন করা হবে।
কর্মবিরতির কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনরত রেলের রানিং স্টাফ নেতাদের সঙ্গে আজ মধ্য রাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ৪ নম্বর মিন্টু রোড বাসায় বৈঠক হয়েছে।
উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।










