ধর্ষণকারীদের পশুর সাথে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করেছে সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের ভার্চুয়াল আয়োজনে এ কথা বলেন তিনি। এ সময়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ গোটা বিশ্বে এখন দৃষ্টান্ত গড়েছে।
সর্বসম্মতিতে সিএমজি গায়ানার সভাপতি হলেন ডা. মোমেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধর্ষণ যারা করে, আমি বলব তারা পশু হয়ে যায়। এ কারণেই তাদের মধ্যে এরকম পাশবিকতা দেখা যায়। আর এ কারণে মেয়েরা ক্ষতিগ্রস্ত। তাই এই আইনটি সংশোধন করে যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ড দিয়ে এরইমধ্যে ক্যাবিনেটে আইন পাশ করে দিয়েছি।
তিনি আরও বলেন, এছাড়া যেহেতু সংসদ সেশনে নেই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। তাই যেকোন সমস্যা দেখা দিলে সেটা মোকাবেলা করাই আমাদের লক্ষ্য।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।