মো. এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা পর্যায়ে প্রাথমিক স্তরের ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদারসায় সুধী সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ধামইরহাট থানার সামনে সাঈদ ম্যানশনে বিদ্যালয়ের স্মার্ট ক্যাম্পাসে সুশীল সমাজের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মাওলানা মো. আবু বককর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ছানাউল্লাহ নূরী। বিশেষ অতিথি হিসেবে ধামইরহাটের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. গোলাম রব্বানী, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর মো. আমজাদ হোসেন, অভিভাবক ও ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু মাসউদ আনসারী, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মামুনুর রশীদ, পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সরদার, পরিচালক ইলিয়াস হোসাইন, রেজুয়ান হোসেন, কোরবান আলী, ভবন মালিক আবু সাইদ লাচ্চু, সিনিয়র প্রভাষক আবুন বয়ান মো. আব্দুজ্জাহের প্রমুখ উপস্থিত ছিলেন। ২০২৩ শিক্ষাবর্ষে ৭৮ জন শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করা হয় এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।