DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Doinik Astha
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। থ্রাইভিং থ্রো ইকনোমিক ইম্পাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড ভিত্তিক হেকস- ইপার এর সহযোগিতায় ৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে দিবসটি পালিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম এর নেতৃত্বে র‍্যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘বহুভাষার শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা।’ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম আলোচনা সভার সভাপতিত্ব করেন এবং সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। প্রতিপাদ্য বিষয় এবং সাক্ষরতার বিষয়ে গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন ধামাইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম মুসা, ডাসকোর ধামইরহাট ইউনিটের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার মোসাঃ আরিফা প্রমুখ। দিবসটি পালনে ইউপি মেম্বারগণ, ভলেন্টিয়ার রোজরিতা মার্ডি, প্রিয়াঙ্কা পাহান সহ সুবিধাভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০